Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
মালেয়শিয়ায় গমনেচ্ছু কর্মীদের ২য় দফায় ১১৭০৪ জন কর্মীকে নির্বাচিত- সংবাদ -বিএমইটি
Details

আপনারা জেনে আনন্দিত হবেন যে, মালেয়শিয়ায় গমনেচ্ছু ৩০ হাজার নির্বাচিত কর্মীদের মধ্যে থেকে ২য় দফায় ১১৭০৪ জন কর্মীকে নির্বাচিত করা হয়েছে। এ সকল নির্বাচিত কর্মীদের মেডিকেল টেষ্ট ২৮ জুলাই থেকে দেশের নয়টি মেডিকেল কলেজে শুরু হয়েছে। এ সকল কর্মীদের মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানানো হয়েছে যে, তাদের কনফার্মেশন কার্ডটি বিএম ই টি’র ওয়েবসাইট (www.bmet.gov.bd) /( g2g.bmet.gov.bd ) থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবং মেডিকেল টেষ্ট করার জন্য সংশ্লিষ্ট মেডিকেল কলেজের ঠিকানা। এসকল নির্বাচিত কর্মীদের মধ্যে ১২০০ কর্মীকে এস এম এস’র মাধ্যমে জানানো সম্ভব হয়নি কারন তাদের মোবাইল নম্বর ভুল ও অব্যবহৃত দেখাচ্ছে। তাদের তালিকা সংযুক্ত করা হল। এছাড়াও, মেডিকেল কলেজের ঠিকানা ও যোগাযোগের নম্বর দেয়া হল সংযুক্তি আকারে।

Attachments
Publish Date
29/07/2013