Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
ঐতিহ্যবাহী মামুন জামে মসজিদ
বিস্তারিত

মামুন নামক একজন ধর্ম প্রচারক মামুন পাড়া এলাকায় সর্ব প্রথম বসতি স্থাপন করে ইসলাম প্রচার শুরু করেন। মামুন মসজিদের দক্ষিণ পাশের্ব বর্তমান যা গোরস্থান হিসেবে ব্যবহৃত হচ্ছে সেই স্থানে তিনি এবং তাঁর অনুসারীরা বাঁশ, কাঠ দিয়ে একটি ছোট্ট মসজিদ নির্মাণ করেন। কোন এক গভীর রাতে মসজিদটি অলৌকিক ভাবে স্থানান্তরিত হয়ে বর্তমান স্থানে চলে আসে। এই অলৌকিক ঘটনাটি কোন সময়ে ঘটেছিল তার সঠিক কোন তথ্য জানা যায়নি। তবে প্রায় ৩০০ (তিনশত) বৎছর পূর্বে এই ঘটনাটি ঘটেছিল বলে বর্তমান খতিব (মৌলভী সুলতান আহমদ) এবং এলাকার প্রবীণ ব্যক্তিরা ধারণা করেন। মসজিদটির অলৌকিক স্থান পরিবর্তনের ফলে গায়েবী মসজিদ হিসেবে লোক মুখে ছড়িয়ে পড়ে।বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে সব বয়সের নারী-পুরুষ মানত (ইচ্ছা পোষণ) করে এই মসজিদে আসে। ধর্ম প্রচারক মামুনের নামানুসারে এলাকাটির নাম ও মসজিদের নামকরণ হয়।

অবস্থান:এটি খুরুশকুল ইউনিইয়ন পরিষদ হতে ১ কিলোমিটার দুরে অবস্থিত।রিক্সা ও সি.এন.জি যোগে উক্ত মসজিদে যাওয়া যায়