Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
মৃৎ শিল্প
বিস্তারিত

খুরুশকুল এর ঐতিহ্যবাহী পালপাড়া, রুদ্র পাড়া, মৃৎ শিল্পের জৌলুস এখনো ঐতিহ্য ধরে রেখেছে। প্রায়সহস্রাধিক পরিবার মৃৎ শিল্পের সাথে জড়িত আছে। ঐতিহ্যবাহী এই মৃৎ শিল্প বাপ-দাদার এই পেশায় আকড়ে ধরে জীবনযাপন করছে। মৃৎ শিল্পীরা জানায়, তাদের তৈরি নানাবাহারী জিনিস এক সময় ব্যাপক চললেও প্লাস্টিক, মেলামাইন, সিরামিক  আরকাচের তৈজসপএের ভিড়ে এখনো  আগের মত মৃৎশিল্পের ব্যবহার হচ্ছে।   তাদের তৈরি নানা ধরনের খেলনা, শোপিচ, মাটির তৈরি গহনার সৌন্দর্য বাঙালিমেয়ে  আর হিন্দু সনাতন ধর্মালম্বী মানুষের কাছে এখনও মৃৎ তৈজসপএের কদররয়েছে আগের মতই।

অবস্থান:খুরুশকুল ইউনিয়ন পরিষদ হতে  ৩০০ গজ দুরে অবস্থিত।